ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

কিউই বোলাদের তুলোধুনো করছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। রোববার (৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে নামে দু’দল। 

এদিন শুরুতে টস জিতে ব্যাটিং এ নেমে ভালোই শুরু করে নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং এর ব্যাটে ভালোই শুরু করে কিউইরা। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে শেষ পর্যন্ত সেই যাত্রা ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২৫১ রান সংগ্রহ করে তারা। 

জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে ভারত। বিশেষ করে অধিনায়ক রোহিতের তাণ্ডবের কাছে রীতিমতো অসহায়ত্ব বরণ করেছে কিউই পেসাররা।  

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৫ ওভার ব্যাট করে কোন উইকেট না হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে ভারত। 

অধিনায়ক রোহিত শর্মা ৫৫ বলে ৬৫ এবং ওপেনার শুভমন গিল ৩৫ বলে ২৩ রান করে অপরাজিত আছেন।