ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন আশরাফুল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি সময়টা ভালো কাটছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরেছে তারা। আসন্ন বিশ্বকাপের জন্য খেলতে হবে বাছায় পর্ব। এরই মধ্যে জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শ্রীলঙ্কান হাসান তিলকারাত্নে। 

বর্তমানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে আছেন সারোয়ার ইমরান। আর এবার নারী দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। 

জানা যায়, প্রধান কোচ সারোয়ার ইমরান ব্যাটিং কোচ হবার জন্য আশরাফুলকে প্রস্তাব দিয়েছেন। 

এনিয়ে আশরাফুল বলেন, ‍‍`প্রস্তাব পেয়েছি কিছু দিন আগে। তবে পরে আর তেমন কথা হয়নি। তবে সবকিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব। এটা আমার জন্য বড় একটি সুযোগ। অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি।‍‍` 

প্রসঙ্গত, সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন আশরাফুল। তাছাড়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার।