চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ফাইনালে নিউজিল্যাল্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা।
রোববার (৯ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামে দু’দল।
এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করে নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়ংয়ের ব্যাটে ভালো শুরু পায় কিউইরা। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে শেষ পর্যন্ত সেই যাত্রা ধরে রাখতে পারেনি তারা। নির্ধারিত ওভার শেষে ডেরি মিচেল ও মিচেল ব্রেসওয়েল অর্ধশতকে ভর করে ২৫১ রান সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার ৬ বল আগেই জয় নিশ্চিত করে ভারত।
এদিন নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু পায় ভারত। বিশেষ করে অধিনায়ক রোহিতের তাণ্ডবের কাছে রীতিমতো অসহায়ত্ত বরণ করে কিউই পেসাররা।
এরপর অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার শুভমন গিলের ১০৫ রানের জুটি ভাঙেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর থিতু হতে পারেনি অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিও। দলের খাতায় মাত্র ১ রান করেই মিচেল ব্রেসওয়েলের শিকার হন তিনি।
তবে এরপর মাঠে বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত শর্মা। রাচিন রবীন্দ্রর বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে এই ব্যাটার সংগ্রহ করেন ৭৬ রান।
অধিনায়কের বিদায়ের পরে চাপে পড়ে ভারত। তবে অক্ষর প্যাটেলকে সাথে নিয়ে সেই চাপ সামাল দেয়ার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে আউট হওয়ার আগে দলীয় খাতায় তিনি যোগ করেন ৪৮ রান।
এতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি রোহিত শর্মার দলকে। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৮ এবং লোকেশ রাহুলের অপরাজিত ৩৩ এর বদৌলতে ৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত।
নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল। রাচিন রবীন্দ্র ও কেইল জেমিসন নিয়েছেন একটি করে উইকেট।
আপনার মতামত লিখুন :