ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কে কত টাকা পেল?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:২৭ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর পর ভারতের অপেক্ষার অবসান ঘটেছে। গতকাল নিউজিল্যান্ডের কাছে দুই ফাইনালে হারার প্রতিশোধ নিয়েছে রোহিত-কোহলিরা। গেল বছরের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপাও পুনরুদ্ধার করল ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর মধ্য দিয়ে ভারত টানা তৃতীয়বার ফাইনালে উঠে দ্বিতীয়বার শিরোপা জিতল। আর সবমিলিয়ে এটি ভারতের জন্য এই টুর্নামেন্টের তৃতীয় শিরোপা, যা টুর্নামেন্টের ইতিহাসে ভারতকেই সবচেয়ে সফল দল করে তুলেছে।

এদিন চ্যাম্পিয়ন হওয়ার পর, ভারত প্রাইজমানি হিসেবে পেয়েছে এক বিশাল অঙ্কের অর্থ। পূর্ব ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকার সমান।

আইসিসি আগেই জানিয়েছিল যে, এবার প্রাইজমানি বৃদ্ধি পাবে। ২০১৭ সাল থেকে ৮ বছর পর হওয়া এই আসরে প্রাইজমানি ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে এবং সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পেয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার করে। এছাড়া, প্রতিটি অংশগ্রহণকারী দলের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ এবারের টুর্নামেন্ট ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছে। তিন ম্যাচে ২টি হার এবং ১টি পরিত্যক্ত হওয়ায়, তারা ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের নিচে রয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ড। বাংলাদেশের অংশগ্রহণ ফি’র ও ষষ্ঠ স্থানের জন্য মোট আড়াই কোটি টাকার কাছাকাছি পুরস্কার পেয়েছে। পুরো টুর্নামেন্টে তাদের মোট প্রাইজমানি প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার সমান।