ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

নেইমারের বার্সায় ফেরার স্বপ্ন শেষ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত

ইউরোপে ফেরার জন্য মরিয়া ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, তবে তার প্রিয় ক্লাব বার্সেলোনা সাফ জানিয়ে দিয়েছে—এবার এই গল্পের পুনরাবৃত্তি হবে না! কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নেইমারের জন্য কাম্প ন্যুয়ের দরজা বন্ধ হয়ে গেছে।

২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে, ডেকো তার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, নেইমারের সাম্প্রতিক ফর্ম বার্সেলোনার পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া, ক্লাবের তরুণ খেলোয়াড়দের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে কাতালানদের।

তবে, একসময় বার্সেলোনায় নেইমার ছিলেন অসাধারণ—১৮৬ ম্যাচে ১০৫ গোল, ৭৬ অ্যাসিস্ট, দুটি লা লিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু পিএসজি ও আল-হিলালের হয়ে চোটের কারণে তার খেলা ধীরগতিতে চলে আসে।

২০২৫ সালে আল-হিলাল থেকে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। তবে ইউরোপে ফেরার স্বপ্ন এখনও তাকে তাড়া করছে।

বার্সেলোনা যে নেইমারের জন্য নয়—এটা এখন স্পষ্ট। তবে নেইমার কি সিরি আ কিংবা প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে নতুন করে চেষ্টা করবেন? এটি এখন প্রশ্ন। আপাতত, তিনি সান্তোসের হয়ে করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন সময়ই বলে দেবে, ইউরোপে ফেরার স্বপ্ন নেইমারের জন্য আদৌ বাস্তব হবে কিনা!