চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগেই গুঞ্জন উঠেছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবসরে যাচ্ছেন। তবে গতকাল রোববার দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতানোর পর ওয়ানডে থেকে অবসরের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন রোহিত নিজেই। সংবাদ সম্মেলনে রোহিত স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি কোথাও যাচ্ছি না, ওয়ানডে ছাড়ছি না।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। গত বছর বার্বাডোজে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তাই অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো ওয়ানডে থেকেও বিদায় নিবেন। তবে রোহিত এসব জল্পনা নিজের বক্তব্যে পরিষ্কার করে দিলেন।
সংবাদ সম্মেলনে ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই কথা বলেন রোহিত। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, আমার মধ্যে এখনও ক্ষুধা আছে, খেলার প্রতি তাড়না রয়েছে। এসব গুজব ভিত্তিহীন।’
ভারতের হয়ে চারটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলা রোহিত দুটি শিরোপা জিতেছেন—টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি।
আপনার মতামত লিখুন :