হামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলার জন্য উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। জানা গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলার এক সপ্তাহ আগেই বাংলাদেশে পৌঁছাবেন। বাংলাদেশের ফুটবল দলের অন্যান্য সদস্যরা তাকে নিয়ে অনুশীলন এবং খেলার জন্য মুখিয়ে আছেন।
বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে সাদ ও তাজউদ্দিন রয়েছেন। সাদউদ্দিন বর্তমানে দলের অন্যতম সিনিয়র ফুটবলার এবং তার ভাই তাজউদ্দিন জাতীয় দলে প্রথমবারের মতো পথ চলা শুরু করবেন। হামজার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জে এবং সেজন্য তাজউদ্দিন সিলেটি ভাষায় তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। তাজ বলেন, “হামজা ভাইয়ের সঙ্গে সিলেটি ভাষায় কথা বলব, তাকে কিছু শেখাবো। যদিও উনি অনেক জানেন। ড্রেসিংরুমে তার সঙ্গে কথা বলব।”
বাংলাদেশ ফুটবল দলে আরও কিছু সিলেটি ফুটবলার আছেন এবং অনেকেই সিলেটি ভাষায় আলাপ করতে পারেন। তারা সবাই চান হামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলতে।
তাজউদ্দিন, হামজার সঙ্গে আলাপের জন্য রোমাঞ্চিত হলেও, নিজের পজিশন নিশ্চিত করতেও চেষ্টার মধ্যে রয়েছেন। প্রাথমিক স্কোয়াড ২৮ জনের হলেও হামজা এবং ফাহমিদুল যোগ হলে দলটি ৩০ জনে পরিণত হবে। ২৩ জনের স্কোয়াড নিয়ে ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন কোচ কাবরেরা। প্রাথমিক দলে থাকা সাতজন বাদ পড়বেন, তাই তাজউদ্দিনের উদ্দেশ্য স্কোয়াডে জায়গা নিশ্চিত করা।
তিনি বলেন, “অনুশীলন ভালো হচ্ছে, কোচ অনেক কিছু শেখাচ্ছেন। দলে জায়গা পেতে চেষ্টা করছি।”
এছাড়া, দীর্ঘদিন পর ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাও দলে ফিরেছেন। তিনি বলেন, “চোট কাটিয়ে ফিরে আসলাম, এখানকার কন্ডিশন আলাদা। ভারতের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনুশীলন করছি।”
এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ বর্তমানে সৌদি আরবের তায়েফে রয়েছে। এই সফরে সুদানের সঙ্গে ম্যাচ খেলার কথা থাকলেও, সুদান ম্যাচটি পিছিয়ে যাওয়ায় অন্য দুই ম্যাচের সূচি এখনো ঠিক হয়নি। তবে, বাংলাদেশ এখনো সুদানের বিপক্ষে খেলার প্রাধান্য দিচ্ছে। ম্যানেজার আমের খান বলেন, “সুদানের সঙ্গে খেলার মাধ্যমে আমাদের প্রস্তুতির অবস্থা বোঝা যাবে।”