ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

খেলোয়াড়দের বেতন বাবদ ব্যয়ে শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

ইউরোপীয়ান ফুটবলে কারী কারী টাকা করে দল ঘড়ে ক্লাবগুলো। খেলোয়াড়দের পরিশোধ করা হয় মোটা অংকের পারিশ্রমিক। কিন্তু ইউরোপের কোন ক্লাব খেলোয়াড়দের বেতনের পেছনে সবচেয়ে বেশি টাকা খরচ করে? 

এমন প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবে যেকোন ফুটবল বোদ্ধা বলতেই পারেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি মধ্যেই কেউ হয়তো খেলোয়াড়দের বেতনের পেছনে বেশি টাকা খরচ করে থাকে। অনেকেই আবার নাম নিবেন চেলসে, লিভারপুল কিংবা আর্সেনালের নাম। 

ফুটবল ভক্তদের এমন ভাববার পেছনে যথেষ্ট কারণও আছে। বর্তমান ফুটবল বিশ্বের অধিকাংশ নামি-দামি তারকারা খেলে এসব দলের হয়ে। রিয়ালের হয়ে মাঠ মাতাচ্ছেন এমবাপ্পে-ভিনি-বেলিংহাম-রদ্রিগো’র মতো তরুণরা। 

আবার ইয়ামাল-রাফিনহা-লেওয়ান্ডোভস্কি-পেদ্রিরা খেলছেন বার্সার হয়ে। হল্যান্ড-সেভিনহো-ডি ব্রুইনা খেলছেন সিটির হয়ে। তাই এসব দলগুলোর নাম আগে আসাটা অস্বাভাবিক নয়। 

কিন্তু জানলে অবাক হবেন ইউরোপিয়ান ফুটবলে খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে পিএসজি। প্রতি মৌসুমে খেলোয়াড়দের বেতনের পেছনে এই ফরাসি ক্লাব খরচ করে ৬৫৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রার হিসাবে যা ৮ হাজার ৬৭৩ কোটি টাকা। 

খেলোয়াড়দের বেতন দেওয়ার এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। প্রতি মৌসুমে তারা খরচ করে ৫৫৮ মিলিয়ন ইউরো। 
ফুটবল ক্লাব ইতিহাসের অন্যতম দুই সেরা দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অবস্থান করছৈ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। রিয়াল মাদ্রিদ বেতন দিয়েছে ৫০৫ মিলিয়ন ইউরো। চারে জায়গা পাওয়া বার্সেলোনার খরচ ৪৭৬ মিলিয়ন ইউরো।

এই তালিকার পঞ্চম ও ষষ্ঠ আছে যথাক্রমে ইংলিশ ক্লাব লিভারপুল ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ৪৪৯ ও ৪৩০ মিলিয়ন ইউরো বেতন বাবদ গুনতে হয়েছে এই দুই ক্লাবকে।

পরের চারটি নামই ইংলিশ ক্লাবের। ম্যানচেস্টার ইউনাইটেড ৪২৯ মিলিয়ন ইউরো, চেলসি ৩৯৫, আর্সেনাল ৩৮১ ও অ্যাস্টন ভিলা বেতনের পেছনে ২৯২ মিলিয়ন ইউরো খরচ করেছে।