চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের মতো শিরোপা জিতেছে ভারত। এর আগে গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছিলে ‘ম্যান ইন ব্লু’রা। তাছাড়া গত কয়েক বছরে ক্রিকেট মাঠে দুর্দান্ত খেলে যাচ্ছে বিরাট-রোহিতরা।
দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণরা দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে। সে হিসেবে বলায় যায় আগামী দিনগুলোতেও ভারতের সম্ভাবনা প্রবল। এবার এমনটিই বললো দলের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। আগামী ৮ থেকে ১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত, এমনটাই মনে করেন তিনি।
এরই মধ্যে টি-২০ ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন কোহলি। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর জোর গুঞ্জন উঠেছে একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন ‘কিং কোহলি’। কিন্তু হয়তো এখনই অবসর নিচ্ছেন না এই ক্রিকেটার। আরও কয়েকবছর চালিয়ে যাবেন খেলা।
তবে নিজের অবসরের আগে দেশের ক্রিকেটের পাইপলাইন ও অনুজ ক্রিকেটারদের ওপর সন্তুষ্ট কোহলি। ভারতীয় ক্রিকেট এখন যে জায়গায় পৌঁছে গেছে, প্রতিভার জোগান যেভাবে আসছে, যতটা প্রতিযোগিতা দলে, তাতে সামনেও এমন সুসময়ই দেখছেন কোহলি।
গতকাল ম্যাচ শেষে বিরাট বলেন, ‘ছেড়ে যাওয়ার সময় দলকে আরও ভালো জায়গায় রেখে যেতে। আমার মনে হয়, এমন একটি স্কোয়াড আমাদের আছে, আগামী আট থেকে দশ বছর পুরো বিশ্বকে আমরা দেখিয়ে দিতে পারি। শুভমান অসাধারণ করছে, শ্রেয়াস দারুণ, কেএল (রাহুল) ম্যাচ শেষ করছে নিয়মিত এবং হার্দিকও দুর্দান্ত করছে।’
কোহলি আরও বলেন, ‘ওরা চেষ্টা করছে খেলাটাকে আরও এগিয়ে নিতে এবং ওদেরকে সহায়তা করতে পেরে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে আমরা (অভিজ্ঞরা) খুশি এবং এটিই ভারতীয় দলকে শক্তিশালী করে তুলেছে।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো সময় কাটিয়েছেন বিরাট কোহলি। ব্যাট হাতে ২১৮ রান করেছেন তিনি। তবে ভারতের এই জয়ে দলের প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছেন বলে প্রশংসা করেন কোহলি। এনিয়ে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে। ‘
আপনার মতামত লিখুন :