এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে টুর্নামেন্টের আয়োজকরা। এরই মধ্যে জারি করেছে বেশ কিছু নতুন নিয়ম-নীতি। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিলো আইপিএল এ দল পাওয়ার পর কোন ক্রিকেটার নাম তুলে নিলে তাকে দু’বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। এবার টুর্নামেন্ট শুরুর মাত্র ১২ দিন আগে টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়ে সেই নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক।
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিলো ব্রুকের। নিলামে ৬ কোটি ২৫ লক্ষ রোপি খরচ করে এই ইংলিশ ব্যাটারকে কিনেছিলো দলটি।
তবে ঠিক কি কারণে নিজের নাম তুলে নিয়েছেন ব্রুক সে বিষয়ে কিছুই জানা যায়নি। এই ক্রিকেটার বলেছেন, আগামী দিনে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। তার আগে নিজেকে তৈরি করতে চান তিনি। সেই কারণেই আইপিএলে খেলতে পারবেন না।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। তাই বিশ্লেষকরা বলছেন, জস বাটলার ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়ার পর ব্রুককেই পরবর্তী অধিনায়ক ধরা হচ্ছে। সেই কারণেই কি আইপিএল থেকে সরে দাড়িয়েছেন তিনি।
এর আগে ২০২৩ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নাম লেখান হ্যারি ব্রুক। সেবছর ১১ ম্যাচ খেলে মাত্র ১৯০ রান করেছিলেন এই ইংলিশ ব্যাটার। গত বছর আইপিএল শুরুর ঠিক আগে পারিবারিক কারণ দেখিয়ে সড়ে দাঁড়ান তিনি।
তবে, ব্রুক দিল্লি ক্যাপিটালস দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন, ‘আইপিএল না খেলার সিদ্ধান্ত সহজ ছিল না। আমি দিল্লি ক্যাপিটালস ও ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে দেশের হয়ে খেলা আমার অগ্রাধিকার।’
আপনার মতামত লিখুন :