চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে ভারতের জয়ের পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন কিউই অধিনায়ক। তার মতে মাত্র একজন ক্রিকেটারের কাছেই হেরে গেছে নিউজিল্যান্ড।
এদিন ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছে ভারত। তবে নিউজিল্যান্ড কাপ্তানের মতে, রোহিতই হারিয়ে দিয়েছেন তাদের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বোলারদের উপর চওড়া হন রোহিত। রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন তিনি। রোহিতেরে ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে ৬৪ রান আর ১৮ ওভারের মধ্যে দলীয় শতক তুলে নিয়েছিলো ভারত। আর সেখানেই নিউজিল্যান্ড হেরে গিয়েছিল বলে মনে করেন স্ল্যান্টনার।
এদিন ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় প্রতিযোগিতার আগে রোহিতকে যদি জিজ্ঞাসা করা হত, কোন ম্যাচে ও সবচেয়ে বেশি রান করতে চায়, তা হলে ও ফাইনালের কথাই বলত। ওর ব্যাটিং বোলারদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। শুভমন তো খারাপ বলের জন্য অপেক্ষা করছিল। রোহিত ভাল বলেও ছক্কা মারছিল। ওর ব্যাটিংই আমাদের হারিয়ে দিল। ১১ জন নয়, এক জনের কাছেই আমরা হেরে গেলাম।’

শুরুতেই ভারতের দ্রুত রান তোলার পরিকল্পনা বেশ কাজে দিয়েছে জানিয়ে স্ল্যান্টনার বলেন, আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে রোহিত আউটও হতে পারত। কিন্তু ও নিজের স্বাভাবিক ব্যাটিং থেকে সরেনি। এই মন্থর উইকেটে শুরুতে দ্রুত রান করার পরিকল্পনা ওদের কাজে লেগেছে। ওরা যখন বিনা উইকেটে ১০০ রান করেছিল, তখনই আমরা ম্যাচের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। রোহিত একাই ভারতকে জিতিয়ে দিল।’