শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। তবে ফাইনালে হারলেও ব্যাটে-বলে দাপট দেখিয়েছে কিউইরা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার।
টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন রবীন্দ্র পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। আর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি কিউই পেস বোলার ম্যাট হেনরি। তিনি নিয়েছেন ১০টি উইকেট। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে ইনজুরির কারণে দেখা যায়নি এই খেলোয়াড়কে।
টুর্নামেন্টে ৬৫.৭৫ গড়ে ২৬৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। পাশাপাশি বল হাতে নিয়েছেন তিন উইকেট।
ফাইনালে ব্যাটিং বিপর্যয়ের পর ভারতের হাল ধরা শ্রেয়াস আছেন এই তালিকার দ্বিতীয়তে। ৪৮.৬০ গড়ে তিনি করেছেন ২৪৩ রান। এরপরের অবস্থানে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট। তিন ম্যাচে ৭৫.৬৭ গড়ে ২২৭ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। চার নম্বর অবস্থানে আছেন আরেক ইংলিশ ব্যাটার জো রুট, তিন ম্যাচে তার রান ২২৫। সেরা পাঁচের সর্বশেষ অবস্থানটা বিরাট কোহলির। ৫ ম্যাচে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেছেন এই ব্যাটার।
বোলিংয়ে সর্বোচ্চ ১০টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা পেয়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। অন্যদিকে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। সমান উইকেট শিকার করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন পেসার মোহাম্মদ শামি। তিনিও শিকার করেছেন সমান ৯ উইকেট। সেরা উইকেটশিকারীর তালিকায় পাঁচে আছেন। কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তিনি শিকার করেছেন ৮ উইকেট।
ব্যাটিংয়ের সেরা পাঁচ
রাচিন রবীন্দ্র - ২৬৩ রান
শ্রেয়াস আইয়ার - ২৪৩ রান
বেন ডাকেট - ২২৭ রান
জো রুট - ২২৫ রান
বিরাট কোহলি - ২১৮ রান
বোলিংয়ের সেরা পাঁচ
ম্যাট হেনরি - ১০ উইকেট
বরুণ চক্রবর্তী - ৯ উইকেট
মিচেল স্যান্টনার - ৯ উইকেট
মোহাম্মদ শামি - ৯ উইকেট
মাইকেল ব্রেসওয়েল - ৮ উইকেট
আপনার মতামত লিখুন :