ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত

চলতি মার্চে বিশ্বকাপ বাছায়ের ম্যাচেট আর্জেন্টিনা ও কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের জন্য ঘোষিত দলে ১৮ মাস পরে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে দলে ফিরলেও তাকে নিয়ে দুঃসংবাদ পাওয়া গেল। ইনজুরির কারণে হয়তো আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না তাকে!

সোমবার (১০ মার্চ) পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিন্থিয়াসের বিপক্ষে মাঠে নামে সান্তোস। সেই ম্যাচে। তবে এই ম্যাচে ২-১ গোলে হারে সান্তোস। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়ায় খেলতে নামে সান্তোস। এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও নেইমারকে নামানো হয়নি। তারপর থেকেই প্রশ্ন দানা বেঁধেছেএমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার কেন খেললেন না?

এই প্রশ্নের উত্তর অবশ্য নেইমার নিজেই দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্ট্রাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘আজকের ম্যাচে মাঠে থাকতে চেয়েছিলাম, দলকে যেকোন ভাবে সহায়তা করতে চেয়েছিলাম। কিন্তু গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তিবোধ করতে থাকি, অনুশীলন করতে পারিনি। আজ একটি টেস্ট করে ব্যথার কারণ পাওয়া গেছে। দূভাগ্যবশত, এটা ফুটবলের অংশ। আমরা শক্ত হয়েই ফিরব এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাবো।’

আগামী ২১ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এই দুই ম্যাচের আগে সেরে ওঠার জন্য ১০দিনের মতো সময় পাচ্ছেন নেইমার। তবে ইনজুরি গুরুতর হলে দল থেকে পুনরায় বাদ পড়তে হবে তাকে।

প্রসঙ্গত, কয়েক বছর আগে ফরাসি ক্লাব পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমান নেইমার। তবে ইনজুরির কারণে সেখানে থিতু হতে পারেননি তিনি। সবশেষ গত জানুয়ারিতে আল-হিলালের সাথে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। সান্তোসের হয়ে মাঠে নেমে ৭ ম্যাচে ৩টি গোল করেছেন তিনি।