বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৬:৫৭ পিএম

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করলেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার জন্য বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

বিসিবির সবশেষ সভায় খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির প্রসঙ্গে একটি প্রস্তাব পাশ হওয়ার কথা ছিলো। যেখানে ২২ জন খেলোয়াড়েরর নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছিলো বলে জানা যায়। ঐ খসড়ায় ‘বি ক্যাটাগরি’-তে নাম ছিলো ৩৯ বছর বয়সী অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের।

কিন্তু মাহমুদউল্লাহ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি। গত ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সম্প্রতি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও। মাহমুদউল্লাহর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে নাম ছিলো তারও। তবে তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের বেশ সমালোচিত হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকেই গুঞ্জন উঠে তাদের অবসর নিয়ে। এরই মধ্যে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন মুশফিকুর রহিম। তবে মাহমুদউল্লাহ এখনও তেমন কোন ঘোষণা দেননি। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই অবসর নিবেন তিনিও। উল্লেখ্য টেস্ট ও টি-২০ ফরম্যাট থেকে এরই মধ্যে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

 

আরবি/আরডি

Link copied!