ডিপিএল

শাইনপুকুরের লজ্জ্বার দিনে গাজীর দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:৫০ পিএম

শাইনপুকুরের লজ্জ্বার দিনে গাজীর দাপুটে জয়

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এ আজকের আলাদা ম্যাচে মাঠে নেমেছিলো লিজেন্ডস অব রূপগঞ্জ ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। যেখানে শাইনপুকুরকে ১০ উইকেটে হারিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে রূপগঞ্জ। অন্যদিকে তারুণ্যে ঠাসা গুলশান ক্রিকেট ক্লাবকে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

সবগুলো ম্যাচের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে

শাইনপুকুরকে নিয়ে রূপগঞ্জের ছেলে খেলা:

টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে মাত্র ৯৩ রানে অলআউট করছিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল তারা। মাত্র ৬৯ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে অলআউট করেছে রূপগঞ্জ।

এদিন টস হেরে ব্যাট ব্যাট করতে শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে রূপগঞ্জ। তবে তা ভালোভাবে সামাল দেন শাইনপুকুরের দুই ওপেনার। তবে নবম ওভারে ২৬ বলে ১৮ রান করে ওপেনার মঈনুল ইসলাম সাজঘরে ফেরার পরই পাল্টে যায় দৃশ্যপট। তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে দলের ব্যাটিং লাইন আপ। ২৫.৫ ওভার ব্যাট করে মাত্র ৬৯ রানে থামে তাদের ইনিংস।

রূপগঞ্জের হয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও  পেসার রেজাউর রহমান ৩ উইকেট করে নেন, ২ উইকেট পেয়েছেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদী হাসান।

জবাবে ব্যাট করতে নেমে ৯.৩ ওভার খেলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। তানজিদ হাসান ২০ বলে ৩৫ ও সাইফ হাসান ৩৭ বলে ৩৯ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।

গাজী গ্রুপের দাপুটে জয়:

বিকেএসপি’র চার নম্বর মাঠে এদিন মাঠে ধনমন্ডি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয় এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। যেখানে এনামুলের হকের দল জেতে ১৭৫ রানে।

এদিন টস হেরে শুরুতে ব্যাটিং করে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল হক (৯৪ বলে ৬৯) ও ওয়ানডাউনে নামা শামসুর রহমানের (৭২ বলে ৬০) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ২৯৮ রান করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪.২ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ধানমন্ডি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান। গাজী গ্রুপের হয়ে ৩ উইকেট নেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী।

গুলশানকে হারাল অগ্রণী ব্যাংক:

প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমক দেখানো গুলশান ক্রিকেট ক্লাব দেখছে মুদ্রার উল্টো পিঠ। টানা দুই ম্যাচ হেরে টেবিলের ৮ এ অবস্থান করছে দলটি। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে দলটি ৬ উইকেটে হেরেছে অগ্রণী ব্যাংকের কাছে।

এদিন শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুলশানের ক্লাবটি। তবে আশানুরূপ ভালো করতে পারেনি কোন খেলোয়াড়ই। তবে আশার খবর হলো রানে ফিরেছে লিটন দাস। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন এই ব্যাটার। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬২ বলে ৬০ এক ঝলমলে ইনিংস খেলেন। এ ছাড়া ৪১ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন মঈনুল ইসলাম। গুলশান ক্লাব ৪৯ ওভারে ২২২ রানে অলআউট হয়।

নির্দিষ্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে অগ্রণী ব্যাংক। তবে এরপর ইমরানুজ্জামান ও অমিত হাসানের ১৩৪ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। ৯৮ বলে ৭৫ রান করেছেন ইমরানুজ্জামান ও অমিত ৯৪ বলে করেছেন ৬৩ রান। ১০ রানের ব্যবধানে দুজন বিদায় নিলেও মার্শাল আইয়ুব (৫৪ বলে ৪০*) ও তাইবুর রহমান (৩৯ বলে ৩৫) দলকে জিতিয়ে ফেরেন
 

আরবি/আরডি

Link copied!