ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলাদেশ টাইগার্স নামে একটি দল থেকে খেলার কথা ছিলো বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের। সেই উদ্দেশ্যে গতকাল ভারত গিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত কোন ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়দের। 

জানা যায়, এশিয়ান লিজেন্ডস লিগ নামে এই আসরটির অনুমতি দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর তাই বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়দের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ১১ মার্চ আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ টাইগার্সের। ১৮ মার্চ হবে এই টুর্নামেন্টটির ফাইনাল।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড:
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।