সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। রোববার (৯ মার্চ) নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দলটি। গত বছরও ভারত জিতেছিলো টি-২০ বিশ্বকাপ। এছাড়া গত কয়েক বছরে ক্রিকেট মাঠে একক আধিপত্য দেখিয়ে চলেছে ‘ম্যান ইন ব্লু’রা।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর প্রশংসায় ভাসছে রোহিত-কোহলিরা। এবার সেই পালে হাওয়া লাগালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। মূলত ভারতের ক্রিকেট সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম।
রোববার (৯ মার্চ) এক টক-শো’তে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ভারত ক্রিকেট মঞ্চে বাকিদের চেয়ে অনেক এগিয়ে। মানসিকভাবে তারা অন্য সব দলের চেয়ে এগিয়ে।’
ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে এই কিংবদন্তী বলেন, ‘তাদের বোর্ড থেকে যখন কোনও চেয়ারম্যান বা সচিব বিদায় নেন, তারা নিশ্চয়ই সবকিছু লিখিত আকারে দিয়ে যান। বলে যান, তাদের হাতে কী প্রজেক্ট ছিলো, কীভাবে সেসব চালাতে হবে সব। সেখানে (বোর্ডে) নিচের স্তরে কোনও পরিবর্তন আসে না। ওপরের স্তরেই শুধু বদল আসে। নিচে যারা কাজ করে, তারা তেমনই থাকে।’
অন্যদিকে পাকিস্তান ক্রিকেটের দৈন্যদশার জন্য তিনি দায়ি করেন বোর্ডের সংস্কৃতিকে। এনিয়ে ভারতের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে তেমনটাই হয়। যে-ই আসুক, নিজের দল নিয়ে আসে। নিজের দল নিয়ে আসুক, কিন্তু কেউ যদি ভালো কাজ করে, তবে তাকে বাদ দেওয়ার তো দরকার নেই।’