‘পাকিস্তানের ভয়ে পালিয়েছিলেন গাভাস্কার’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৯:১৬ এএম

‘পাকিস্তানের ভয়ে পালিয়েছিলেন গাভাস্কার’

ছবি: সংগৃহীত

সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান কোনো ম্যাচেই জিততে পারেনি। বাবর আজমদের এমন খারাপ পারফরম্যান্সের পর সুনীল গাভাস্কার মন্তব্য করেছিলেন, ভারতের ‘বি’ দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ দিতে সক্ষম। ভারতের সাবেক এই ব্যাটারের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

সম্প্রতি ভারতের সঙ্গে খেলতে পারলেও পাকিস্তান কখনোই তাদের কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারছে না। রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টগুলোতে প্রতি বছর পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলছে। কিন্তু গত তিনটি আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান সাধারণত মন্দ পারফর্ম করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বা ভারতের টিভিতে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রচার থাকলেও মাঠের ক্রিকেটে তার কোনো প্রতিফলন দেখা যায় না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে, পাকিস্তান ভারতের কাছে পাত্তাই পায়নি।

তবে পাকিস্তানের বর্তমান অবস্থা দেখে বিবেচনা না করে, পরিসংখ্যান দেখার জন্য গাভাস্কারকে পরামর্শ দিয়েছেন ইনজামাম। সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ফলপ্রসূ কিছু করতে না পারলেও, তাদের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এগিয়ে। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত দুই দল ১৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে ভারতের ৫৮ জয় এবং পাকিস্তানের ৭৩ জয় রয়েছে।

ইনজামাম বলেন, ‘গাভাস্কারকে কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলে তিনি বুঝতে পারবেন পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে। তার মতো একজন ক্রিকেটারের এমন মন্তব্যে আমি দুঃখিত। তিনি একজন বড় মাপের এবং সম্মানিত ক্রিকেটার, কিন্তু এমন কথা বলে তিনি নিজের মর্যাদাকে অবমূল্যায়ন করছেন। তার উচিত ছিল আরও সাবধানে কথা বলা।’

গাভাস্কারকে খোঁচা দিয়ে ইনজামাম আরও বলেন, ‘ভারত ম্যাচ জিতেছে, তারা ভালো খেলেছে। কিন্তু মিস্টার গাভাস্কার পরিসংখ্যান দেখুন। পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে একবার তিনি শারজাহ থেকে পালিয়েছিলেন। বয়সে তিনি আমাদের চেয়ে বড়, তাই আমরা তাকে সম্মান করি। তবে অন্য দল সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। আপনার দল নিয়ে যত খুশি প্রশংসা করুন, সেটি আপনার অধিকার। কিন্তু অন্য দলের সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা উচিত নয়।’

আরবি/এফআই

Link copied!