আর্জেন্টিনার রোজারিওর ছেলে লিওনেল মেসি, তবে ফুটবলের কারণে প্রায়শই তাকে দেশের বাইরে থাকতে হয়। তবুও, দেশের মানুষের বিপদে তার মন কখনোই নির্বিকার থাকে না। সম্প্রতি আর্জেন্টিনায় আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বাহিয়া ব্লাঙ্কায় এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মেসি তার সমবেদনা জানিয়েছেন এবং আবেগপ্রবণ বার্তা দিয়েছেন।
রোজারিও থেকে বাহিয়া ব্লাঙ্কার দূরত্ব অনেক বেশি। বিমানে মেসির বাড়ি থেকে সেখানে পৌঁছাতে প্রায় ৫ ঘণ্টা লাগে, আর গাড়িতে সময় লাগে ১০-১২ ঘণ্টা। কিন্তু সেই দূরত্বের মাঝেও মেসির মন তার দেশের মানুষদের জন্য কাঁদছে।
ফুটবলের কারণে মেসিকে অনেক সময় দেশ ছেড়ে থাকতে হয়, কিন্তু তার মন কখনোই দেশের মানুষের বিপদে দুঃখিত হয় না। নিজের ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজ খবর রাখছি।’
এছাড়াও ইনস্টাগ্রামে মেসি আরও বলেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আর যারা এই কঠিন সময়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাদের জন্য আমার শুভকামনা, যাতে তারা মানসিকভাবে শক্ত থাকতে পারে।’
উল্লেখ্য, আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হঠাৎ বন্যার সৃষ্টি হয়। ৮ ঘণ্টার প্রবল বৃষ্টির ফলে বন্দরনগরীর বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। সুদূর যুক্তরাষ্ট্র থেকে এসব মানুষের প্রতি সমবেদনা জানাতে মেসি তার এই আবেগঘণ বার্তা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :