আবারও ইনজুরিতে নেইমার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১০:৩৩ এএম

আবারও ইনজুরিতে নেইমার

ফাইল ছবি

কিছুদিন আগেই দীর্ঘ ইনজুরির পর মাঠে ফিরেছিলেন নেইমার। ইনজুরির কারণে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে তার চুক্তিও বাতিল হয়। এরপর প্রায় এক বছর পর নিজের শুরুর ক্লাব সান্তোসে খেলতে নামেন তিনি। তবে দুর্ভাগ্য যেন নেইমারের পিছু ছাড়ছে না। সান্তোসের হয়ে কয়েক সপ্তাহ খেলার পরেই আবারও ইনজুরির শিকার হয়েছেন তিনি।

আকস্মিক এই ইনজুরির কারণে সান্তোসের হয়ে তার সর্বশেষ ম্যাচ খেলা হয়নি। তার এই চোট ব্রাজিল দলে ফেরার পথও কঠিন করে তুলেছে।

পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে নেইমার ছিলেন না। দলের পক্ষ থেকে তার অনুপস্থিতির কারণ স্পষ্ট করা হয়নি, তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমার নতুন করে চোট পেয়ে স্কোয়াডে থাকেননি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোমানো জানান, ‘নেইমার জুনিয়র কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন, এই কারণে গত রাতে তিনি সান্তোসের স্কোয়াডে ছিলেন না।’

পরে নিজে ইনজুরির কথা জানান নেইমার, ‘দুর্ভাগ্যবশত, গত কয়েক সপ্তাহ ধরে আমি কিছুটা ব্যথা অনুভব করছিলাম। আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, তবে সকালে কিছু পরীক্ষা করার পর আবারও আমি ব্যথা অনুভব করি।’

জানা গেছে, ম্যাচের দিন সকালে উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেছিলেন, যার কারণে তিনি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন।

নেইমারকে ছাড়া সান্তোসও জিততে পারেনি। করিন্থিনিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।

সান্তোসে যোগ দেওয়ার পর অসাধারণ পারফরম্যান্সের জন্য মার্চ মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারের। তবে এই নতুন চোটে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আরবি/এফআই

Link copied!