ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

রোজা রেখেই মাঠে নামছেন ইয়ামাল, ক্লাব দিচ্ছে বিশেষ সুবিধা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত

মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রমজান মাস। পবিত্র কোরআন অনুসারে এই মাসে ৩০ দিন রোজা পালন করা ফরজ। কিন্তু খেলোয়াড়দের জন্য রোজা রেখে মাঠে নামা বেশ চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জ সাথে নিয়েই মাঠে নামে খেলোয়াড়রা।

ইউরোপিয়ান ফুটবলে মোহাম্মদ সালাহ কিংবা ওমর মারমৌশরা মাঠে খেলতে নেমেছেন রোজা রেখেই। এবার সেই তালিকায় যোগ দিয়েছে ফুটবলের উঠতি সেনসেশন লামিনে ইয়ামাল।

হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিন ইয়ামাল। স্প্যানিশ এই খেলোয়ারের বাবা মরক্কোর বাসিন্দা আর মা গিনির। ছোট বেলা থেকে মুসলিম পরিবারের বেড়ে ওঠা ১৯ বছর বয়সী এই তরুণ নিয়মিত পালন করছেন রোজা। সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।

গত সপ্তাহে বেনফিকার বিপেক্ষে ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন না ইয়ামাল। এতে গুঞ্জন উঠেছিলো ক্লাবের পক্ষ থেকে রোজা পালনে বাঁধা দেওয়া হচ্ছে ইয়ামালকে। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, ট্যাকটিকাল কারণেই সেদিন এই তরুণকে উঠিয়ে নেন কোচ ফ্লিক।

একাধিক স্প্যানিশ গণমাধ্যম বলছে, রমজানে রোজা পালনের ক্ষেত্রে ইয়ামালকে কোন প্রকার বাঁধা দিচ্ছে না বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বরং ক্লাবের মেডিকেল বিভাগের পক্ষ থেকে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ১৯ বছর বয়সী এই তরুণ তুর্কীর জন্য সাহরি এবং ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।

এর আগেও ফ্রাংক কেসি, ওসমান ডেম্বেলেরা রোজা রেখেছে বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছিলেন। তখনও ক্লাব থেকে সব ধরনের সুযোগ সুবিধা তাদের দেয়া হয়েছিলো।

ক্লাবের পক্ষ থেকে ম্যাচের দিনও বিশেষ সুবিধা রাখা হয়েছে ইয়ামালের জন্য। আজ বেনফিকার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ‘রাউন্ড অব সিক্সটিন’ এর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচে স্বাভাবিকভাবেই শুরুর একাদশে থাকবেন লামিল।