ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট টেস্ট ক্রিকেট। আগামী ২০২৭ সালে ১৫০ বছর পূরণ হবে এই ফরম্যাটের। এ উপলক্ষে বিশেষ এক টেস্ট খেলবে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ খেলা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড৷ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে গোলাপি বলে।
১৮৭৭ সালে যাত্রা শুরু হয়েছিলো টেস্ট ক্রিকেটের। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১১ থেকে ১৫ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত হয় সেই ম্যাচ। আগামী ২০২৭ সালের ১১ থেকে ১৫ মার্চ একই মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের ম্যাচটি দিবারাত্রির হবে বলে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট।
মূলত, ম্যাচটি গোলাপি বলে আয়োজনের অন্যতম বড় কারণ দর্শক উপস্থিতি বৃদ্ধি। তাছাড়া দিবারাত্রির টেস্ট আয়োজন করলে বৈশ্বিকভাবে টেলিভিশন রেটিংও বাড়বে বলে আশাবাদী অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ ফ্লাড লাইটের নিচে টেস্ট আয়োজনে সহায়তা করায় ভিক্টোরিয়া রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটের ১’শ বছর পূর্তিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ ম্যাচ আয়োজন করা হয়। গ্রেগ চ্যাপেলের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৪৫ রানে হারায় টনি গ্রেগের ইংল্যান্ডকে।
আপনার মতামত লিখুন :