সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিলো পাকিস্তান। কিন্তু ভারত ফাইনালসহ নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে। যা নিয়ে কম বিতর্ক হয়নি। সবশেষ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোন কর্মকর্তায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি এবং ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে।
ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআইয়ের চেয়ারম্যান রজার বিনি, সেক্রেটারি দেভাজিৎ সাইকিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টুজ। অথচ আয়োজক পাকিস্তানের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না।
সেসময় দুবাইতে অবস্থান করছিলেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমাইর আহমেদ। তবে তাকে মঞ্চে ডাকা হয়নি। যা নিয়ে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, এর আগে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুটি ঘটনায় আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। একবার ভারত-বাংলাদেশ ম্যাচের অফিসিয়াল ব্রডকাস্ট থেকে আয়োজক পাকিস্তানের নাম বাদ দেয়া হয় এবং আরেকবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ভারতের জাতীয় সংগীত বাজানো হয়। আইসিসি তখন এই ঘটনাগুলোকে ‘ভুলবশত’ ঘটেছে বলে ব্যাখ্যা দিয়েছিল।
এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ, কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে তাদের কোনো প্রতিনিধি ছিল না। এটা একেবারেই বোধগম্য নয়।’
যদিও পিসিবির পাঠানো চিঠির পর আইসিসি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কি না, তা এখনো জানা যায়নি।