পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝে না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের এক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।
দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোন ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। তবে কোন ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল দলটি। যে কারণে নানা সমালোচনার মুখে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বিষয়টি নিয়ে পাকিস্তানের এক টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানি সাবেক এই ক্রিকেটার মনে করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে অভিজ্ঞ এবং পেশাদারদের অভাব রয়েছে। যে কারণে সিনিয়র দলের পারফরম্যান্সের অবনতি ঘটছে। দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তাও দেখছেন আফ্রিদি।
এসময় তিনি বলেন, ‘সবাই পাকিস্তান দলকে দেখছে। তোমার উচিৎ ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করা। অভিবাবক যদি ভালো হয়, তাহলে বাচ্চারা আপনা আপনি ভালো হবে।’
নির্বাচক কমিটি এবং পরিচালকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা কেউ ক্রিকেট বোঝে না, তারা সবাই আমলা। ক্রিকেটের সাথে তাদের সম্পর্ক কি? কেন তারা নির্বাচক কমিটির চেয়ারে বসে আছে? কেন তারা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালাচ্ছে?’
প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই পাকিস্তান ক্রিকেটে বেশ টাল-মাতাল পরিস্থিতি দেখা যাচ্ছে। সবশেষ পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে করা হয় পিসিবির চেয়ারম্যান। তার অধীনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও বিদায় নিয়েছিলো পাকিস্তান।
আপনার মতামত লিখুন :