সৌদিতে বাংলাদেশের প্রস্তুতিতে ব্যাঘাত!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৯:৫৯ পিএম

সৌদিতে বাংলাদেশের প্রস্তুতিতে ব্যাঘাত!

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ মার্চ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ফুটবল দল ৫ মার্চ সৌদি আরবের তায়েফ শহরে পৌঁছায়। দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা পরিকল্পনা করেছিলেন সুদানের বিপক্ষে একটি এবং স্থানীয় দুটি দলের সঙ্গে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার। তবে আজ (মঙ্গলবার) সকালে সুদান তায়েফ ত্যাগ করেছে, ফলে তাদের বিপক্ষে আর কোনো ম্যাচ হবে না।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান সৌদি আরবের তায়েফ থেকে জানিয়েছেন, ‘আজ সকালে সুদান ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আফ্রিকান অঞ্চলে বিশ্বকাপ বাছাই খেলছে সুদান। তাই আমরা চেয়েছিলাম সুদানের বিপক্ষে একটি ম্যাচ খেলতে। তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমরা তিন দিন অপেক্ষা করলেও ম্যাচটি খেলা হলো না শেষ পর্যন্ত।’

সৌদি পর্বে বাংলাদেশের প্রস্তুতির বড় অংশই ছিল সুদানকে ঘিরে। সুদান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে এবং তারা বিশ্বকাপ বাছাইয়েও রয়েছে। ফলে এই দলের বিপক্ষে এক ম্যাচ খেলতে পারলে বাংলাদেশের প্রকৃত শক্তিমত্তা অনেকটাই বোঝা যেত। গত বছর মার্চে বাংলাদেশ ও সুদান একই সময়ে তায়েফে ক্যাম্প করেছিল। দুই দল নিজেদের মধ্যে গতবার অনুশীলন ম্যাচ খেললেও এবার হয়নি।

১৭ মার্চ বাংলাদেশ তায়েফ থেকে ঢাকায় ফিরবে। আর মাত্র পাঁচদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই দু’টি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বলে জানান বাংলাদেশ ম্যানেজার, ‘এখন আমরা স্থানীয় ক্লাবের সঙ্গে দু’টি ম্যাচ খেলব। এ নিয়ে আলোচনা চলছে।’

বাংলাদেশ দলে থাকা ২৮ জন ফুটবলার গত পরশু (রোববার) দুই ভাগ হয়ে একটি অনুশীলন ম্যাচ খেলেছে। সেই ম্যাচ নিয়ে বাংলাদেশের স্প্যানিশ কোচ এক বার্তায় বলেন, ‘এই ম্যাচটি আমাদের অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা থেকে শুরু করে এখন পর্যন্ত এটি আমাদের প্রথম অনুশীলন ম্যাচ। নতুন আসা খেলোয়াড়দের আমরা দেখার সুযোগ পেয়েছি। অনেক খেলোয়াড়ই ৬০ মিনিট পর্যন্ত খেলেছে, আবার কেউ ৯০ মিনিট।’

 

আরবি/আরডি

Link copied!