উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট স্টেজের ফিরতি লেগে বেনফিকাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। এই জয় দিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি।
মঙ্গলবার রাতে বার্সেলোনা নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। প্রথমার্ধের ১১ মিনিটেই লামিন ইয়ামালের দারুণ অ্যাসিস্ট থেকে সহজ ফিনিশিং করে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। যদিও কিছুটা পরে, ১৩ মিনিটের মাথায় বেনফিকা সমতা ফেরায়। নিকোলাস ওটামেন্ডি গোল করেন।
এরপর, ২৭ মিনিটে একটি দুর্দান্ত দূরপাল্লার শটে বার্সেলোনা পুনরায় লিড নেয়। এই গোলটি করেন ইয়ামাল, যিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল এবং অ্যাসিস্টের রেকর্ড গড়েন। প্রথমার্ধের শেষদিকে আবারো রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন, এটি ছিল তার চলতি চ্যাম্পিয়নস লিগের ১১তম গোল।
বিরতির পর দুই দলই খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে, ৬৫ শতাংশ বল দখলে রেখে ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে কাতালানরা।