লেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১১:৩৪ এএম

লেভারকুজেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন

ছবি: সংগৃহীত

অল জার্মান ম্যাচে লেভারকুজেন নিজেদের ভাগ্য বদলাতে পারেনি। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর এবার ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালের শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। সফরকারীদের ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে না পারায় কাছ থেকে বল জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ১০ গোল করার কীর্তি গড়েন কেইন, তিনি প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়লেন। এর আগে এক আসরে সর্বোচ্চ ৭ গোল ছিল স্টিভেন জেরার্ডের, ২০০৮-০৯ মৌসুমে লিভারপুলের হয়ে।

এদিন ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিস। কেইনের ক্রস থেকে বক্সে হাফ ভলিতে গোলটি করেন কানাডিয়ান এই ডিফেন্ডার।

এই জয়ের মাধ্যমে টানা ষষ্ঠ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিল বায়ার্ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা ইন্টার মিলানের মুখোমুখি হবে।

শেষ ষোলোর ফিরতি লেগে মঙ্গলবার ফেইনুর্ডকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পৌঁছায় ইতালিয়ান ক্লাবটি।

আরবি/এফআই

Link copied!