চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ মাঠে নামবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল এবং বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়া নিজেদের ঘরের মাঠে ক্লাব ব্রুজকে আতিথ্য দেবে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা।
শেষ ষোলোর আজকেরর জমজমাট লড়াইয়ের ম্যাচ প্রিভিউ থাকছে এই প্রতিবেদনে।
‘মাদ্রিদ ডার্বি’-তে সফল হবে কোন দল?
শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে সেদিন ফুটবল প্রেমিরা দেখেছিলো আতলেতিকোর অন্য এক রূপ। বিশেষ করে আতলেটিকো ফরোয়ার্ড আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজের করা দুর্দান্ত গোলটি প্রশংসা কুড়িয়েছে খোঁদ রিয়াল ভক্তদেরও।
আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোর মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। আগের লেগে ১ গোলে পিছিয়ে থাকলেও এই লেগে মোটামুটি ফেভারিট বলা যায় আতলেতিকোকে। কারণ ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ডিয়েগো সিমিওনের শিষ্যদের অন্তত ২ গোল ব্যবধানে ম্যাচটি জিততে হবে।
চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে রিয়ালের কাছে হারের পর লা লিগায়ও জিততে পারেনি আতলেতিকো মাদ্রিদ। গেতাফের সঙ্গে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে তারা। তবে তার সাথে চ্যাম্পিয়নস লিগের তুলনা করতে নারাজ আতলেতিকো বস।

এদিকে স্বস্তি দেখা দিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে। একেতো প্রথম লেগে ১ গোলের লিড আছে তাদের খাতায়। তার উপরে এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরবেন দলের মাঝমাঠের প্রাণ জুড বেলিংহাম। তাছাড়া লা-লিগায় সব শেষ ম্যাচে গোলের দেখা পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। যা নিঃসন্দেহে চিন্তামুক্ত করতে পারে কার্লো আনচেলত্তিকে। রায়ো ভায়োকানোর বিপক্ষে ভিনি-এমবাপ্পের করা পারফরম্যান্সের পুনরাবৃত্তিই হয়তো চাইবেন কার্লো।
লিলির মাঠে ডর্টমুন্ডের অগ্নিপরীক্ষা
আতলেতিকোর মতোই কঠিন পরীক্ষা দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রথম লেগে নিজেদের মাঠে লিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তাই দ্বিতীয় লেগের আগে খুব একটা স্বস্তিতে নেই তারা।
শেষ আট প্রায় নিশ্চিত আর্সেনাল-ভিলার!
আর্সেনাল অবশ্য শেষ আটে এক পা দিয়ে রেখেছে। প্রথম লেগে পিএসভিকে তাদের মাটিতে হারিয়েছে ৭-১ গোলে। তাই নিজেদের মাঠে অনেকটা নির্ভার থেকেই নামবে তারা।

অন্যদিকে পার্কে আজ যদি কোন অঘটন না ঘটে তবে নিশ্চিতভাবে শেষ আটে যাচ্ছে আরেক ক্লাব অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ক্লাব ব্রুজের মাঠে ৩-১ ব্যবধানে জিতেছেছিলো এমি মার্টিনেজের দল। তাই আজ নির্ভার থেকেই মাঠে নামবে দলটি।