ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

দিন না পেরোতেই পাকিস্তানের কোচের মত বদল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরই আবারও আলোচনা-সমালোচনায় মুখর হয়ে উঠেছে পাকিস্তানের ক্রিকেট। এরইমধ্যে স্বদেশী মুহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেয়া হয়েছে ব্যাটিং কোচের। তবে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ড সফরে যাবেন না বলে জানিয়েছিলেন ইউসুফ। তবে ২৪ ঘন্টা পর পাল্টেছেন সেই সিদ্ধান্ত। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মুহাম্মদ ইউসুফ আগেই জানিয়েছিলেন, কন্যার অসুস্থতার আসন্ন নিউজিল্যান্ড সফরে যাবেন না তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই ঘোষণার পর শুরু হয় বিতর্ক। 

পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ইউসুফের দায়িত্ব জ্ঞানহীন বলেও আখ্যা দিয়েছিলেন। তবে, বিতর্কের মুখে ২৪ ঘন্টা না পেরোতেই সিদ্ধান্ত বদলে নিয়েছেন পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ। আসন্ন নিউজিল্যান্ড সফরে যাবেন তিনি। 

এনিয়ে পিসিবি’র এক কর্মকর্তা বলেছেন, ‘ইউসুফ বোর্ডকে জানিয়েছে যে ওর মেয়ে এখন অনেকটাই সুস্থ। তাই নিউজিল্যান্ড যেতে ওর কোনও সমস্যা নেই।’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ওয়ানডে, পাঁচ টি-২০ খেলবে পাকিস্তান। সেই সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে পিসিবি। টি-২০ দলে বাবর আজম, মুহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে বাদ দেওয়া হয়েছে।