চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন সুখবর পাচ্ছেন শুভমন গিল। আইসিসির ফেব্রুয়ারী মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই ওপেনার।
ফেব্রুয়ারিতে ৫টি ওয়ানডে খেলে গিল ১০১.৫০ গড়ে করেছেন ৪০৬ রান। এরমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত। সেই সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গিল। সিরিজে তিন ইনিংসে ২টি অর্ধশতকের পাশাপাশি একটি শতক হাকান এই তরুণ ওপেনার।
এরপর সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন গিল। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন গিল। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ৪৬ রান আসে এই ব্যাটারের উইলো থেকে।
এর আগেও ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে আইসিসি বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। অন্যদিকে নারী খেলোয়াড়দের মধ্যে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।