ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

‘আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে ভারতের বিশেষ সুবিধা পায়! বিশেষ করে আইসিসির যেকোন টুর্নামেন্টে তাদেরকে বিশেষ সুবিধা দেয়া হয়! এমন অভিযোগ কিংবা সমালোচনার মুখে প্রায়ই পড়তে হয় ভারতকে। আর ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে মুখ কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি রবার্টস। আইসিসি মানেই ‘ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন তিনি। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিলো পাকিস্তান। তবে রাজনৈতিক ইস্যু দেখিয়ে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়। এরপর দুবাইতে ভারতের সবগুলো ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়। এমনকি ভারত ফাইনালও খেলেছে দুবাইতে। 

ভারতের এমন সুবিধা নিয়ে ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিলো। অনেক সাবেক এবং বর্তমান ক্রিকেটারা এনিয়ে আইসিসির দিকে আঙ্গুল তুলেছিলেন। 

এবার আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব নিয়ে তীব্র সমালোচনা করে সাবেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী অ্যান্ডি রবার্টস বলেন, ‘আমার কাছে আইসিসি মানে হলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি কাল ভারত বলে, ‘শোনেন, নো বল আর ওয়াইড থাকার দরকার নেই,’ আমি বলছি, ধরে নিন আইসিসি ভারতের দাবি মেনে নিতে কিছু একটা বের করে ফেলবে।’

ভারতীয় সংবাদ মাধ্যম ‘মিড ডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘ভারত তো সবকিছু পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা। ভারত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে। সেমিফাইনালে কোথায় খেলবে, সেটাও তারা আগেই জেনে গিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ভ্রমণই করতে হলো না। কোনো টুর্নামেন্টে একটি দল কীভাবে ভ্রমণ না করে পারে?’

অবশ্য রবার্টসের এমন সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ভারতীয় জাতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর। এনিয়ে তিনি বলেন, ‘কিসের বাড়তি সুবিধা? আমরা তো এখানে (দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে) একদিনও অনুশীলন করিনি। আমরা অনুশীলন করেছি আইসিসি একাডেমিতে। দুই ভেন্যুর কন্ডিশনে তো ১৮০ ডিগ্রি তফাত।’