ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ডিপিএল

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানের জয়, মিরপুরে বোলারদের দাপট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে পুরোনো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। যেখানে আজ (১২ মার্চ) আলাদা ম্যাচে মাঠে নামে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। দিনের আরেক ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলতে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। 
সব ম্যাচের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে-

তামিম ইকবালের সেঞ্চুরিতে মোহামেডানের দাপুটে জয় 

তামিম ইকবালের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ব্রার্দার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে মোহামেডান। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শুরুতে টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান। 

তবে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি তারা। নির্ধারিত ৫০ ওভারের আগেই ১৮৭ রানে অলআউট হয় ব্রাদার্স। ৫৯ বলে দলটির পক্ষে ৭ চারে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। ৫৫ বলে ৩২ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। মোহামেডানের হয়ে ৪ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। আর আবু হায়দার তুলে নেন ৩টি উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মোহামেডান। মাত্র ২ রান করেই আল আমিন হোসেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান। তবে একপাশে তামিম ও অন্যপাশে মাহিদুল ইসলাম রীতিমতো ঝড় তোলেন। শেষ পর্যন্ত তামিম অপরাজিত ৯৬ বলে ১০৫ রান করেন, মাহিদুল ইসলামের ৯৬ বলে ৭৫ রানে ভর করে ৩২.৫ ওভারেই ম্যাচ জেতে মোহামেডান।

ধারাবাহিকতা ধরে রাখতে পারল না প্রাইম ব্যাংক 

ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আগের ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করা প্রাইম ব্যাংক। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাত্র ১৫২ রানেই থেমে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। 

সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে টেবিল টপার রূপগঞ্জের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। দলের হয়ে এক প্রান্ত আগলে ব্যাট করতে থাকে দুর্দান্ত ফর্মে থাকা নাঈম শেখ। কিন্তু বাকি ব্যাটারা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়লে শেষ পর্যন্ত ১৫২ রানেই অলআউট হয় প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন নাঈম শেখ।  

রান তাড়ায় নেমে ১৬০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকারের অর্ধশতকে ভর করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

চার ম্যাচের তিনটিতে জেতা দলটির পয়েন্ট এখন ৬। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানেরও পয়েন্ট সমান ৬ করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় রূপগঞ্জ আছে শীর্ষে। দুইয়ে আবাহনী, তিনে মোহামেডান।

মিরপুরে আবারও বোলারদের দাপট

ডিপিএলে আজ মিরপুরে আবাহনীর মুখোমুখি হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে পারটেক্সকে লজ্জায় ডুবিয়েছে আবাহনী। ম্যাচটি ৮ উইকেটে জিতেছে তারা। 
এদিন টস হেরে ব্যাটিং করতে নামা পারটেক্সের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আবাহনীর বোলিং তাণ্ডবে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় পারটেক্সের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন জয়রাজ শেখ। 
জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দলটি।