আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৪০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

আগেই বিদায় বলে দিয়েছেন টেস্ট ও টি-২০ ক্রিকেটকে। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চ পাণ্ডবের’ অন্যতম সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে বাংলাদেশর জার্সিতে বাইশ গজে আর দেখা যাবে না এই অলরাউন্ডারকে।  

আজ বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অবসরের এই ঘোষণা দেন মাহমুদউল্লাহ। যেখানে তিনি লেখেন, ‍‍`সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চায়, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।‍‍`

তবে মাঠ থেকে অবসর নিতে না পারার কিছুটা আক্ষেপ হয়তো থাকবে এই ক্রিকেটারের। তাই তিনি লিখেছেন, ‘‍‍`সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি...আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

সবশেষ গত ১০ মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ‘বি’ ক্যাটাগরিতে নাম ছিলো মাহমুদউল্লাহর। তবে তালিকা থেকে সেই নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ করেন তিনি। ফলে ধারণা করা হচ্ছিলো, একদিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এর আগে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ছিলেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে কোন ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো বাংলাদেশ। আর এই টুর্নামেন্টে আশানুরূপ পারফর্ম করতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। যেজন্য পরতে হয়েছিলো সমালোচনায়। অনেক সাবেক ক্রিকেটারা সেখানেই শেষ দেখেছিলো মাহমুদউল্লাহর ক্যারিয়ারের।

উল্লেখ্য, ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মাহমুদউল্লাহর। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষবার বাংলাদেশের হয়ে খেলতে নামেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ১৫০ রান করেছেন এই ব্যাটার। এছাড়া বল হাতে নিয়েছেন মোট ১৬৬টি উইকেট। 

 

আরবি/আরডি

Link copied!