এশিয়ান কাপ বাছইয়ের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সে ম্যাচে সব জল্পনা কাটিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর।
বহুল কাঙ্খিত ফুটবল তারকা হামজা চৌধুরীর অভিষেক হচ্ছে দেশের বাইরে। তবে দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর মনে প্রশ্ন জেগেছে, দেশের মাটিতে কবে খেলবেন এই তারকা? এবার সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে একটি হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। আর সেই ম্যাচেই দেশের মাটিতে প্রথম খেলার সুযোগ পাবেন হামজা।
আজ বুধবার (১২ মার্চ) বিকেলে বাফুফের কম্পিটিশন কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। এবিষয়ে ফেডারেশনের নির্বাহী সদস্য গোলাম গাউস বলেন, ‘১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। অসংখ্য ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা বেশি এবং দেশের প্রধান ফুটবল ভেন্যুও। আমরা চাই হামজার ঢাকায় প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক এবং জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল একটি বড় ম্যাচ দিয়েই ফিরুক।’
প্রসঙ্গত, ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আগামী ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সিলেটে আসবেন হামজা। বাফুফে নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল হাসান হিলটন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সিলেট বিমানবন্দরে গিয়ে হামজাকে অভ্যর্থনা জানাতে যাবেন। পরে হামজা ও তার পরিবারের সঙ্গে বাফুফে কর্তারা সিলেট থেকে যাবেন হবিগঞ্জ।
পরদিন ১৮ মার্চ ঢাকায় টিম হোটেলে যোগদানের পরদিন থেকে অনুশীলন করবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। এরপর ভারতের বিপক্ষে খেলার উদ্দেশ্যে ঢাকা থেকে শিলংয়ে রওনা হবেন তিনি।