মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন সাকিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৯:২৩ এএম

মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন সাকিব

ছবি: সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২১ সালে টেস্ট ও গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তিনি। ওয়ানডেতে খেলে যাচ্ছিলেন, তবে গতকাল (১২ মার্চ) সেই ফরম্যাট থেকেও তিনি সরে দাঁড়ালেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাশরাফী, তামিম, মুশফিক, সাকিব ও রিয়াদ—এই পাঁচজন ‘পঞ্চপান্ডব’ হিসেবে পরিচিতি পেয়েছিল। রিয়াদের অবসর ঘোষণার পর প্রথম তিনজন তাকে শুভকামনা জানিয়েছেন আগেই। বাকি ছিলেন সাকিব, তিনিও শেষমেষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানালেন নিজের আবেগের কথা।

ফেসবুকে সাকিব আল হাসান তার পোস্টে লেখেন, “রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই সবকিছু বলে দেয়। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য পুরো জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।”

পঞ্চপান্ডবের বাকি তিন সদস্য রিয়াদের অবসর নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন:

মাশরাফী বলেন, “দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেগুলোই তোকে উচ্চতায় নিয়ে গেছে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং তোরা কতটা ত্যাগ করে দলের হয়ে খেলেছিস।”

তামিম রিয়াদকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে লিখেছেন, “রিয়াদ ভাই, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা।”

মুশফিক তার অনুভূতি প্রকাশ করে লেখেন, “এত বছর ধরে আপনার সাথে মাঠ ভাগাভাগি করে নিতে পারা সত্যিই সম্মানের। আপনার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। জাতির জন্য যা করেছেন, তাতে আমি অত্যন্ত গর্বিত।”

আরবি/এফআই

Link copied!