মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন অজি স্পিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৪:৩৬ পিএম

মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন অজি স্পিনার

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যকগিলকে মাদক মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। তবে ঘটনায় তার সম্পৃক্ততা থাকায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ এই তথ্যটি নিশ্চিত করেছে। 

এর আগে ২০২১ সালে ম্যাকগিলের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক কোকেন সরবরাহের অভিযোগ আনা হয়। যার ভিত্তিতে ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন সাবেক এই ক্রিকেটার। তার বিরুদ্ধে ৩ লাখ ৩০ হাজার ডলারের কোকেন চোরাচালানের অভিযোগ ছিলো।

 

তবে আজ সিডনি জেলা আদালতের একটি জুরি জানিয়েছে, স্টুয়ার্ট ম্যাকগিল কোকেন পাচারে যুক্ত থাকলেও তাঁর রেস্তোরাঁ থেকে শুরু হওয়া বৃহৎ পরিসরের আর্থিক লেনদেন সম্পর্কে অবগত ছিলেন না। এ কারণে আদালতের রায় তাঁর পক্ষে গেছে।

উল্লেখ্য, ম্যাকগিলের সঙ্গে মাদক ব্যবসায়ীর নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি ও তাঁর শ্যালক মারিনো সোতিরোপোলোসের মধ্যে ৩ লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে এক কেজি কোকেন পাচারের চুক্তি হয়েছিল। কিন্তু ম্যাকগিল আদালতে বিষয়টি অস্বীকার করেন। 

এনিয়ে তিনি আদালতে বলেন, সিডনির উত্তর তীরে অবস্থিত তার রেস্তোরাঁয় একটি বৈঠকে যোগ দিলেও কোনো ধরনের আর্থিক চুক্তি করেননি। এছাড়া তার বিরুদ্ধে আনা অর্থ লেনদেনের অভিযোগ আদালতও প্রমাণ করতে পারেনি।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৪ ম্যাচ খেলেছেন ম্যাকিগিল। তার সময়ের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া জাতীয় দলে নিয়মিত ছিলেন না ম্যাগমিল। টেস্ট ক্রিকেটে ২৯.০২ গড়ে তিনি নিয়েছেন ২০৮টি উইকেট। ম্যাকগিলের ক্যারিয়ারসেরা বোলিং বাংলাদেশের বিপক্ষেই। ২০০৬ সালে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
 

আরবি/আরডি

Link copied!