ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখায়নি কোনও ফ্রাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হয়েছে দ্য হান্ড্রেডের প্লোয়ার্স ড্রাফট। যেখানে নাম দিয়েছিলেন ২৯ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে সেই ড্রাফটে দল পাননি কেউই। পাননি। আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্যা হান্ড্রেড। তবে কোন ফ্রাঞ্চাইজিই সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের প্রতি আগ্রহ দেখায়নি

ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল সাকিব আল হাসানের। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের প্রতি প্রতি কেউই আগ্রহ দেখায়নি।

সাকিবের পরই ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল আরেক লেগ স্পিনার রিশাদ হোসেনের। আর লিটন দাস, তাওহীদ হৃদয় এবং স্পিনার শেখ মেহেদী ছিলেন ৫২ হাজার পাউন্ট ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছিল তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের।

এছাড়াও এই ড্রাফটের খেলোয়াড় তালিকায় ছিলেন, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।