ইনজুরির কারণে টানা তিন ম্যাচ মাঠে নামেনেনি লিওনেল মেসি। আর এতেই কমছে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইনের জনপ্রিয়তা। এমনটিই বলছে একটি গবেষণা প্রতিষ্ঠান।
২০২৩ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। এরপর যুক্তরাষ্ট্রে মেসির জনপ্রিয়তা বাড়তে থাকে। তবে সেই জনপ্রিয়তা এখন কমছে। গত কয়েকটি ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে খেলতে নামেননি মেসি। যা ইন্টার মায়ামি ভক্তদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচে মেসির না খেলার কারণে ক্ষুব্ধ সমর্থকদের জন্য পরবর্তী ম্যাচের ফ্রি টিকিট অফার করতে বাধ্য হয়েছে ইন্টার মায়ামি। সবশেষ শার্লট এফসির বিপক্ষে বেঞ্চে থাকলেও মাঠে নামেননি মেসি। যদিও হাভিয়ের মাসচেরানো বলছেন ‘লোড ম্যানেজমেন্ট’ এবং ইনজুরি ঝুঁকি এড়ানোর কৌশল হিসেবেই মাঠে নামানো হয়নি মেসিকে।
কানাডা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বেটভিক্টর এর বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মেসিকে নিয়ে করা পোস্টের ২৪ শতাংশই নেতিবাচক, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন জনপ্রিয়তা সূচক।
এর আগে, ২০২৪ সালে কোপা আমেরিকা চলাকালীন সময়ে গোড়ালির ইনজুরিতে পড়েন মেসি। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক পোস্টের হার ২৪ শতাংশে পৌঁছেছিল। তবে তখন ইতিবাচক পোস্ট ছিল ১৮ শতাংশ। যা বর্তমানে মাত্র ১২ শতাংশ।
তবে ২০২৫ মৌসুমে ইন্টার মায়ামি এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। ছয় ম্যাচের মধ্যে একটিতেও হারেনি লিওনেল মেসির দল। বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জামাইকান ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত।
আপনার মতামত লিখুন :