ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আলভারেজের পেনাল্টি বাতিল, মাঠের বাইরে বিতর্কের ঝড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদকে টাই-ব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে সবকিছু ছাপিয়ে গেছে আতলেতিকো ফরোয়ার্ড হুলিয়ান আলভারজের বাতিল পেনাল্টি গোলটি। গোলটি কেন বাতিল হলো! আদৌ তা বাতিল হওয়া উচিত ছিল কিনা তা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।

টাই-ব্রেকারে আলভারেজ যখন শট নিতে আসেন তখন ইতোমধ্যেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। আলভারেজ দৌড়ে এসে বল মারতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান। যদিও শেষ পর্যন্ত বলটি জালে জড়িয়েছেন তিনি। তখন স্বাভাবিক ভাবে মনে হচ্ছিল সফলভাবে পেনাল্টিটা নিয়েছেন তিনি।

কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয় এর পরই। রিয়ালের হয়ে পরের শটটি নিতে আসেন ফেদরিক ভালভের্দে। কিন্তু তখনই হঠাৎ খেলা থামিয়ে দেন রেফারি শিমন মারচিনিয়্যাক। ভিএআর রিভিউয়ের জন্য অপেক্ষা করতে বলেন।

এরপর ভিএআর পর্যালোচনায় ধরা পড়ে যে, আলভারেজের বাঁ পা প্রথমে বলটি ছুঁয়ে ফেলে, তারপর ডান পায়ে তিনি শট নেন।

ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পর গোলপোস্টের পেছন থেকে ধারণ করা একটি স্পষ্ট ভিডিও রিপ্লে প্রকাশিত হয়, যেখানে দেখা যায় আলভারেজের বাঁ পা বলটিকে সামান্য স্পর্শ করার পর সেটি তার ডান পায়ে লেগে গোলে প্রবেশ করে।

আলভারেজের পেনাল্টিতে বাতিল হওয়া গোল নিয়ে প্রশ্ন তুলেছেন দিয়েগো সিমিওনে। সংবাদ সম্মেলনে আতলেতিকো কোচ বলেন, ‘হুলিয়ানকে বল দুবার স্পর্শ করতে কেউ কি দেখেছেন? হাত তুলুন। কে কে হাত তুলবেন? তাড়াতাড়ি করুন দেরি করবেন না। কেউ তো বলুন হুলিয়ান দুবার বল স্পর্শ করেছেন। একজনও তো নেই।’

তবে এবিষয়টি আগেই আঁচ করতে পেরে রেফারিকে জানান রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অনুভব করেছিলাম যে আলভারেজ বলটি দু’বার ছুঁয়েছেন, এবং আমি রেফারিকে তা বলেছিলাম। এটা চট করে ধরা কঠিন, তবে তাদের জন্য এটা দুর্ভাগ্যজনক।’

সিবিএস স্পোর্টসের ফিফা রুলস বিশেষজ্ঞ ক্রিস্টিনা উনকেল ব্যাখ্যা করেন যে, বল-ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। উনকেল বলেন, ‘নিয়মটা খুবই সহজ – যদি বল দুইবার স্পর্শ করা হয়, তবে তা ফাউল হিসেবে গণ্য হবে। তাছাড়া, ভিএআর আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তির সাহায্যে বলের স্পর্শের সুনির্দিষ্ট মুহূর্ত চিহ্নিত করতে পারে।’