ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:৪১ পিএম

ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ালেন রোনালদো

ছবি: সংগৃহীত

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় রোনালদো নাজারিও। তবে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই কিংবদন্তি। এর আগে সিবিএফের নির্বাচনী কাঠামো, প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো নাজারিও নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘সিবিএফের আগামী নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এখন আমি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এমন বেশির ভাগ মানুষ মনে করেন যে (ব্রাজিলের) ফুটবল ভালো মানুষদের হাতেই আছে।’

বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়োদালিদের মালিকানায় আছেন এই কিংবদন্তি স্ট্রাইকার। এর আগে স্বদেশি ক্লাব ক্রুজেইরোর মালিক ছিলেন রোনালদো।

গত ডিসেম্বরে দেশের ফুটবলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন রোনালদো। নির্বাচনী কাঠামো, প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে আঙুল তুলে সিবিএফ, ফিফা, লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল, ব্রাজিলের প্রাদেশিক সংস্থা ও ক্লাবগুলোর কাছে চিঠি দিয়েছিলেন রোনালদো।

প্রসঙ্গত, ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রার্থী হতে হলে তাকে কমপক্ষে চারটি করে আঞ্চলিক ফেডারেশন ও ক্লাবের সমর্থন পেতে হয়। ইলেক্টোরাল কলেজ পদ্ধতির এই নির্বাচন ২৭টি প্রদেশের ফেডারেশন, প্রাদেশিক জেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয়। যারা তিন স্তরের (মোট ৮১ পয়েন্ট) প্রতিযোগিতার হয়ে ভোট দেয়।

আরবি/আরডি

Link copied!