ইংলিশ ক্রিকেট তারকা হ্যারি ব্রুককে আগামী ২ বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছে।
আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসর। তবে এর আগেই গত রোববার টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রুক।
এবারের আইপিএল আসরে দিল্লি ক্যাপিটালস ব্রুককে সোয়া ৬ কোটি রুপিতে দলে নেয়। গত আসরে একই ফ্র্যাঞ্চাইজি তাকে ৪ কোটি রুপিতে কিনেছিল। সেবারও দাদির মৃত্যুর কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এই ইংলিশ ব্যাটার।
এবার ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে না পারার কথা জানান ব্রুক। এতে বিসিসিআই কঠোর সিদ্ধান্ত নিয়ে তাকে আইপিএলের পরবর্তী দুই আসরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।