মাঠে ফিরেই মেসির গোল, কোয়ার্টারে ইন্টার মায়ামি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১১:৩০ এএম

মাঠে ফিরেই মেসির গোল, কোয়ার্টারে ইন্টার মায়ামি

ছবি: সংগৃহীত

চোটের কারণে তিন ম্যাচ বাইরে থাকার পর অবশেষে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আর মাঠে ফিরেই গোল করে দলকে জয় উপহার দিলেন তিনি। শুক্রবার (১৪ মার্চ) সকালে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভালিয়েরকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি।

এদিন মেসির উপস্থিতিতে জ্যামাইকায় উত্তেজনার ঢেউ ছিল। প্রথমবার দেশটিতে খেলতে আসা আর্জেন্টাইন তারকা ব্যাপক দর্শকপ্রিয়তার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। মেসির বিশাল জনপ্রিয়তার কারণে এই ম্যাচটি ক্যাভালিয়েরের ছোট মাঠ থেকে সরিয়ে ৩৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে আয়োজন করা হয়। স্টেডিয়াম ছিল পূর্ণ দর্শকে, সবাই অপেক্ষায় ছিলেন মেসিকে কাছ থেকে দেখার জন্য।

ম্যাচের শুরুতে মেসিকে মাঠে না দেখে কিছুটা হতাশ হন দর্শকরা, তবে অপেক্ষা সার্থক হয়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের পরিবর্তে মাঠে নামেন মেসি। দীর্ঘদিন পর মাঠে নেমেই দুর্দান্ত একটি গোল করেন, যা দর্শকদের আনন্দে ভাসিয়ে দেয়।

প্রথমার্ধে ৩৭ মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টি থেকে ইন্টার মায়ামি এগিয়ে যায়। অতিরিক্ত সময়ে মেসি দলের দ্বিতীয় গোলটি করেন। এর মাধ্যমে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড বেকহামের ক্লাব।

দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সহজ জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।

আরবি/এফআই

Link copied!