গ্যালারিতে বসে দেখা যাবে আইপিএলের ম্যাচ, টিকিটের দাম কত?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১২:৫২ পিএম

গ্যালারিতে বসে দেখা যাবে আইপিএলের ম্যাচ, টিকিটের দাম কত?

ছবি: সংগৃহীত

আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫। এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। যেখানে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতোমধ্যে শুরু হয়েছে এই ম্যাচের টিকিট বিক্রি। আর শুরু হওয়ার পরেই মাত্র কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে গেছে।

জানা গেছে, এবার কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে বৃদ্ধি পেয়েছে আইপিএলের টিকিটের দাম। গত বছর যেখানে সর্বনিম্ন টিকিট ছিল ৭৫০ টাকা, তা এ বছর ১৫০ টাকা বেড়ে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে এবার যে শুধু কলকাতায় টিকিটের বেশি চাহিদা এমনটা নয়। বরং চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচগুলোর জন্যও ব্যাপক চাহিদা রয়েছে। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ী এই দুই দলের ম্যাচের টিকিটও চাহিদার শীর্ষে রয়েছে, বিশেষ করে চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচগুলোতে।

আইপিএলের টিকিট সাধারণত প্লে-অফ পর্বে বেশি চাহিদা পায়, তবে এ বছর শুরু থেকেই আইপিএলের প্রতি দর্শকদের আগ্রহ তুঙ্গে। এতে কিছুটা অবদান রয়েছে গত বছর ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরবর্তী সময়ে আইপিএল শুরু হওয়া। এর কারণে মানুষের আগ্রহ বেড়ে গেছে এবং তাই টিকিটের দামও বাড়ানো হয়েছে।

এই বছর আইপিএলে শুধু অভিজ্ঞ খেলোয়াড়দের যেমন- বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনির ওপর নজর থাকবে না, বরং তরুণ খেলোয়াড়দের যেমন- বরুণ চক্রবর্তী এবং হার্ষিত রানাদের ওপরও বিশেষ নজর থাকবে।

আরবি/এফআই

Link copied!