ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

টি-টোয়েন্টিতে বিরল কীর্তি বাহরাইনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত

টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। পুরো ম্যাচ জুড়েই থাকে উত্তেজনা। আর ম্যাচ সুপার ওভারে গড়ালেতো সেই উত্তেজনা বহু গুণ বেড়ে যায়। তবে এবার ঘটলো অবাক কাণ্ড। হংকং এর বিপক্ষে এক ম্যাচে সুপার ওভারে কোন রানই করতে পারেনি বাহরাইন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সুপার ওভারে রান না করার এটাই প্রথম ঘটনা। 

গতকাল (১৪ মার্চ) মালয়েশিয়ায় বাহরাইন-হংকং ম্যাচে দেখা গেছে এই ঘটনা। নিয়ম অনুযায়ী সুপার ওভারে সর্বোচ্চ দুই উইকেট পড়তে পারে কোন দলের। গতকালের ম্যাচে সুপার ওভারে আগে ব্যাটিং করেছে বাহরাইন। প্রথম বল ডট হওয়ার পর পরের দুই বলেই উইকেট হারিয়েছে দেশটি। ফলে সুপার ওভারে মেডেন দেওয়ার কীর্তি গড়েন হংকং এর পেসার ইহসান খান।

এরপর এক রান তাড়া করতে নেমে প্রথম বল ডট খেলে হংকং ব্যাটার বাবর হায়াত। তৃতীয় বলে ১ রান নিয়ে নিজের দলের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৯ রান করে হংকং। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো খেলতে থাকে বাহরাইন। তবে ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। যা তারা নিতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার। এর আগে সুনীল নারাইন, সিজে ডি ভিলিয়ার্স এ কীর্তি গড়েছিলেন। তবে সেসময় প্রতিপক্ষ অল আউট হয়নি।