মাঠ থেকে বিদায়ের পর ক্রিকেটারা কেউ হন কোচ, কেউ আম্পায়ার, কিংবা কেউ ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে খুব কম ক্রিকেটারই ক্যারিয়ার শেষে সিনেমায় আসেন। এর আগেও গুঞ্জন উঠেছিল ভারতীয় সিনেমা ‘পুষ্পা-২’ এ অভিনয় করেবেন অস্ট্রেলিয়ান তারকা খেলোয়ার ডেভিড ওয়ার্নার।
তবে তখন নানা কারণে তখন এ গুঞ্জন সত্য হয়নি। তবে এবার আর গুঞ্জন নয়, ডেভিড ওয়ার্নার নিজেই ঘোষণা দিলেন ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি গুঞ্জন উঠে ‘রবিনহুড’ নামে এক তেলেগু সিনেমায় অভিনয় করবেন ডেভিট ওয়ার্নার। সিনেমার প্রযোজক রবি শংকর সে খবর জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনিয়ে হৈ চৈ পড়ে যায়।
আজ গুঞ্জন সত্য করে ওয়ার্নারের ছবি সংবলিত ‘রবিনহুড’ সিনেমার পোস্টার মুক্তি দেওয়া হয়। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’

পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার ভারতীয় সিনেমায় পা রাখার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’
আগামী ২৮ মার্চ মুক্তি পাবে ডেভিড ওয়ার্নার অভিনিত ‘রবিনহুড’ সিনেমাটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমারটি পরিচালনা করেছে ভেঙ্কি কুদুমুলার।
তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা অনেক আগে থেকে। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন। তেলেগু ভাষার রাজ্য হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরেই।
প্রসঙ্গত ভারতীয় সিনেমায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওয়ার্নার নন। এর আগেও ২০১৬ সালে বলিউড ‘আনইনন্ডিয়ান’ সিনেমায় অভিনয় করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।
আপনার মতামত লিখুন :