ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ইনজুরিতে নেইমার, দলে থাকছেন রিয়াল তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ মাস পর ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমারের। তবে তা আর হচ্ছে না। আরও দীর্ঘায়িত হচ্ছে নেইমারের অপেক্ষা। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগেই আবারও ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। 

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ দোরিভাল জুনিয়র গতকাল এটি নিশ্চিত করেন। তবে শেষ মুহূর্তে নেইমার দল থেকে ছিটকে গেলেও তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্ড্রিক। 

জানুয়ারীতে সৌদি ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। এরপরই ফিরে পান পুরোনো ছন্দ। ফলে ১৭ মাস পর আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছায়ের ম্যাচের জন্য দলেও ডাক পান। তবে রণে ভঙ্গ দেয় ইনজুরি। মার্চের শুরুতে বাঁ পায়ের উরুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নাম্বার টেন।  

সবশেষ ২০২৩ সালের অক্টোবরে সেলেসাওদের হয়ে খেলেছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন। 

এদিকে নেইমারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তরুণ খেলোয়ার এন্ড্রিক। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। যদিও এমবাপ্পে-ভিনিদের দলে নিয়মিত সুযোগ হয়না এই তরুণের। তবে ব্রাজিল ফুটবলের পরবর্তী অন্যতম তারকা মনে করা হয় ১8 বছর বয়সী এই তরুণকে। 

এছাড়াও ফিটনেস জটিলতায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও ডিফেন্ডার দানিলো। তাদের পরিবর্তে জায়গা হয়েছে লুকাস পেরি ও অ্যালেক্স সান্দ্রো।