ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। যেখানে দেখা গিয়েছিল বেশ কিছু চমক। দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু তরুণ খেলোয়াড়কে ডাক দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি তিনি।
আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজির ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচগুলোর জন্য এখনও স্কোয়াড চূড়ান্ত না হলেও এরই মধ্যে গুঞ্জন উঠেছে বেশ কয়েকটি নাম বাদ যাচ্ছে আর্জেন্টিনার ঘোষিত প্রাথমিক দল থেকে। এর মধ্যে জিওভানি লো সেলসো এবং আলেহান্দ্রো গার্নাচো অন্যতম। এমনটি বলছে আার্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
এদিকে সম্প্রতি সময় ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই সাথে ভালো সময় যাচ্ছে না দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো’র। ফলে স্বাভাবিকভাবেই দল থেকে বাদ পড়ছেন তিনি।
অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন জিওভানি লো সেলসো। এছাড়া দল থেকে নিশ্চিত বাদ পড়তে যাচ্ছেন ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরি। ম্যানচেস্টার সিটিতে সদ্যই নাম লেখানো এই তরুণকে দেখা যাচ্ছে না পরের দুই ম্যাচের স্কোয়াডে।