ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আইপিএল ২০২৫

শুরুতে বুমরাহকে পাবে না মুম্বাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এই পেসার। এবার জানা গেল আসন্ন আইপিএলের শুরুর দিকে তাকে পাবে না দলটি।

তবে প্রথম কয়েকটি ম্যাচে না খেলতে পারলেও এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মাঠে ফিরবেন তিনি। জানা যায় বুমরাহ বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের সাপেক্ষে এপ্রিলের শুরুতে স্কোয়াডে যোগ দেবেন।

এর আগে গত ৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পান বুমরাহ। ফলে বিশ্বের এই এক নম্বর পেস বোলারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত।

তবে এবারের আইপিএলে বুমরাহ ঠিক কতগুলো ম্যাচ মিস করবেন এবং তার ফেরার কোনো নির্দিষ্ট তারিখ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, আইপিএলের মুম্বাই‍‍`র প্রথম দুটি ম্যাচ অ্যাওয়ে। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইতে প্রথম ম্যাচ এবং ২৯ মার্চ আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। ৩১ মার্চ তারা ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে। এই তিন ম্যাচে নিশ্চিতভাবেই থাকছেন না বুমরাহ।

এপ্রিলের প্রথম সপ্তাহে মুম্বাই দুটি ম্যাচ খেলবে ৪ এপ্রিল লখনউতে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে এবং ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ আছে তাদের। এই দুই ম্যাচও অনিশ্চয়তায় বুমরাহ।

আইপিএলের পর ইংল্যান্ডে পাঁচ টেস্টে সিরিজ খেলতে যাবে ভারত। তাই বুমরাহকে নিয়ে তাই কোনরকম ঝুঁকি নিতে চাইবে না বিসিসিআই।