হামজার জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখছে বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৯:৫৭ পিএম

হামজার জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখছে বাফুফে

ছবি: সংগৃহীত

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা হামজা চৌধুরীর। তাকে ঘিরে দেশের ফুটবলাঙ্গনে এক উৎসব বিরাজ করছে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আগামী ১৭ মার্চ সিলেট পৌঁছাবেন এই মিডফিল্ডার। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সময় স্বল্পতার জন্য হামজার জন্য বিশেষ কোনো সংবর্ধনার ব্যবস্থা না করলেও তার সিলেট বিমানবন্দরে অবতরণ থেকে শুরু করে ভারত যাত্রা পর্যন্ত বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে।

সংস্থাটির সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত কিরে বলেন, ‘হামজা ১৭ মার্চ সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন, যেখানে তার যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার আগমন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ২০ মার্চ ভারত সফরের আগে তাকে মিডিয়ার সামনে আনার প্রস্তুতি নিয়েছে বাফুফে। হামজার ১৮ মার্চ রাত বা ১৯ মার্চ সকালে হবিগঞ্জ থেকে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে।

আরবি/আরডি

Link copied!