ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জন্য একটি বিপর্যয়কর রাত ছিল গতকাল। এদিন তারা ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। সেই সঙ্গে এদিন ম্যানসিটি গোল খেয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড গড়েছে।
যদিও তাদের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের জন্য এই ম্যাচটি ব্যক্তিগত একটি রেকর্ড তৈরি করার দিন ছিল, কারণ তিনি প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের অবদান (গোল ও অ্যাসিস্ট) রেখেছেন।
শনিবার (১৬ মার্চ) রাতে ঘরের মাঠে ম্যানসিটি প্রথমে এগিয়ে যায় হালান্ডের পেনাল্টি গোল দিয়ে, কিন্তু ব্রাইটন ২১ মিনিটে পেরভিস ইস্তুপিনিয়ানের গোলের মাধ্যমে সমতা ফেরায়। এরপর ওমর মারমুশের গোল ম্যানসিটিকে আবারও এগিয়ে দেয়, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আব্দুকোদির খুশানভের আত্মঘাতী গোল ব্রাইটনকে সমতায় ফেরায়।
এটি ছিল প্রিমিয়ার লিগের এই মৌসুমে সিটির ৪০তম গোল হজম, যা পেপ গার্দিওলার অধীনে এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড।
ড্রয়ের ফলে ম্যানসিটি ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে। ব্রাইটন একই সংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।